তুমি ভালোবেসে ছিলে এই চোখ
তুমি ভালোবেসে ছিলে এই চোখ
কবিতা চিঠি-তে লেখা, তোমার আকুল কথা
তুমি বসেছিলে ভালো এই চোখ
তুমি ভালোবেসে ছিলে শুধু চোখ
আমার আমিকে নয়, প্রাণ নয় গান নয়
তুমি বসেছিলে ভালো শুধু চোখ
তুমি ভালোবেসে ছিলে মোর চোখ
আমার স্পর্ধা নয়, ভিন্ন ভাবনা নয়
তুমি বসেছিলে ভালো মোর চোখ [x২]
আমি ঘৃণা করি মোর এই চোখ
দেখার দম্ভ নয়, এই চোখ আর নয়
তুমি বসেছিলে ভালো যে চোখ [x২]
তাই তোমায় দিলাম মোর চোখ
ছায়া ঘনায় আজ প্রাণ ময় গান ময়
তুমি ভালোবেসো মোর সেই চোখ [x২]
তুমি ভালোবেসে ছিলে যে চোখ
কবিতা চিঠি-তে লেখা, তোমার আকুল কথা
তুমি বসেছিলে ভালো সেই চোখ