ও ললনা আজ বলো না বাসবে ভালো কি

ও ললনা, ললনা ও ললনা
ও ললনা, ললনা ও ললনা
ও ললনা আজ বলো না
বাসবে ভালো কি ?
ও রূপসী এক রূপসী
হৃদয় এনেছি
বলো-না, বলো না, ললনা..
চলোনা, ছেড়ে দাও চলোনা..
ও ললনা আজ বলো না
বাসবে ভালো কি ?
ও রূপসী এক রূপসী
হৃদয় এনেছি
♪♪**♪♪**♪♪**♪♪**♪♪
♪♪**♪♪**♪♪**♪♪**♪♪
উড়ে-উড়ে মন, হলে কি করি এখন
আছি টেনশন-এ খুব
তুমি রেখেছো যেমন [x২]

দুজনে যদি আসি আজি
পাকা-পাকি হয়ে যাবে আজি
বলো-না, বলো না, ললনা..
চলোনা, ছেড়ে দাও চলোনা..
ও ললনা আজ বলো না
বাসবে ভালো কি ?
ও রূপসী এক রূপসী
হৃদয় এনেছি

তোমার ফিগার বলবো কি আর
দেখে শুনে পড়ছি রা মূর্ছা যায়
ও ললনা, ললনা ও ললনা

জানো না প্রিয়া
কিছু বোঝানো কি আর
করো না শেয়ার সেল নাম্বার [x২]

দুটি মন যদি সব জানে
দূরে দূরে থাকার কি মানে
বলো-না, বলো না, ললনা..
চলোনা, ছেড়ে দাও চলোনা..
ও ললনা আজ বলো না
বাসবে ভালো কি ?…
ও রূপসী এক রূপসী
হৃদয় এনেছি…
বলো-না, বলোনা, ললনা..
ও ললনা, ললনা ও ললনা
ও ললনা, ললনা ও ললনা

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *