রূপকথার সূচনা – Angry Bird – Nodi & Sajid
একটা রূপকথার সূচনা..
লাগে খুব চেনা, চেনা..
অবচায়ায় ঢাকা সব অচেনা..
শুধু তাকে অনেকটা চেনা
কিছু কিছু কথা
পিছু পিছু হাতা
জমা স্মৃতির, জমা চিঠির
এপাশ ওপাশ
ছুঁয়ে ছুঁয়ে যায়, কানে কানে শোনায়
দুচোখে নামায় ভালোবাসার বরষা
একটা রূপকথা সূচনা..
লাগে খুব চেনা, চেনা..
মনের অঙ্গনায় অবিরের ছোঁড়াপটন
ঝড় তুলে বুকে ভালোবাসার কথন
লুকিয়ে থাকা প্রজাপতি তুমি যখন
স্বপ্নে ছুঁয়ে যাও
আজীবন কিছু কিছু কথা
পিছু পিছু হাতা
জমা স্মৃতির, জমা চিঠির
এপাশ ওপাশ
ছুঁয়ে ছুঁয়ে যায়, কানে কানে শোনায়
দুচোখে নামায় ভালোবাসার বরষা
রিমঝিম বৃষ্টি-তে ভিজেছে এই মন
শুনছি কোন সুখে ভালোবাসার স্পন্দন
খুঁজে যাই আজো আমি মন জানালায়
চেনা আদল চেনা মুখ একি মায়ায়
কিছু কিছু কথা
পিছু পিছু হাতা…