ফিরে আসো না – ইমরান

ও স্মৃতির মাঝে ডুব সাতারে
বুকের ভেতর উঠছে কেঁপে
জলরাশিতে চোখের সাগর
থেমে থেমে উঠছে কেঁপে
বলো কিভাবে রবো এমন
আমায় বুঝাবে কে দু-হাতে
ফিরে আসো না আর তো পারি না
বাঁচি চলো-না আবার একসাথে..

কত তো কঠিন বাঁচা তুমি-হীন
অন্ধকার বিলীন স্বপ্নেরা হায়
থেমে জীবন আছে এখন
বাঁচার এমন মানে কোথায় ?

কেনো যে হায় পূর্ণতাকে
মেলালে নীল শূন্যতাকে..
বলো কিভাবে রবো এমন
আমায় বুঝাবে কে দু-হাতে

ফিরে আসো না আর তো পারি না
বাঁচি চলো-না আবার একসাথে..

হারানো খত অবিরত
মনে-তে কত ব্যথা দিয়ে যায়
দিনে রাতে আর্তনাদের
প্রেম যে কাঁদে কী করে বুঝাই

কেনো যে হায় পূর্ণতাকে
মেলালে নীল শূন্যতাকে..
বলো কিভাবে রবো এমন
আমায় বুঝাবে কে দু-হাতে

ফিরে আসো না আর তো পারি না
বাঁচি চলো-না আবার একসাথে..

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *