কিছু কথা আকাশে পাঠাও – আরেফিন রুমি
কিছু
কথা বাতাসে পাঠাও
কিছু
কথা আকাশে ছড়াও
কিছু
কথা বলো কানে কানে
কিছু
কথা হোক গানে গানে
কিছু
কথা বলো গোপনে
কিছু
কথা হোক নয়নে
কিছু
কথা বলো গোপনে
কিছু
কথা হোক নয়নে
কিছু
রাত জাগি একসাথে..
কিছু
রাত ভাসি দুজনাতে
কিছু
রাত ভালোবেসে ভোর
কিছু
রাত তোমারি ভেতর
কিছু
কথা বলো গোপনে
কিছু
কথা হোক নয়নে [x২]
কিছু
দিন হাটি রোদ্দুরে
কিছু
দিন ডুবে থাকি ঘরে
কিছু
দিন ছুঁয়ে রব চলো
কিছু
দিন হব এলো মেলো
কিছু
কথা বলো গোপনে
কিছু
কথা হোক নয়নে [x২]
কিছু
কথা বাতাসে পাঠাও
কিছু
কথা আকাশে ছড়াও…