Baanjaara Lyrics – Mohammed Irfan
তুই কবে যে বুঝবি বল
পাগল মনের উথাল পাথাল [x৩]
হলো বানজারা বানজারা
হলো বানজারা বানজারা
হলো বানজারা বানজারা এই মন
তোর পথেই পথ চেয়ে
আমি আছি সারাখন
হলো বানজারা বানজারা
হলো বানজারা বানজারা
হলো বানজারা বানজারা এই মন [x২]
জানি না কিভাবে মনের স্বভাবে
মিশে গেলি তুই
দিলি না যে ছায়া হলি যে আলেয়া
তবু ভাবি ছুঁই
জানি না কিভাবে মনের স্বভাবে
মিশে গেলি তুই
দিলি না যে ছায়া হলি যে আলেয়া
তবু ভাবি ছুঁই
এই জীবন মরুতে তোকে খুঁজে
দু নয়ন
হলো বানজারা বানজারা
হলো বানজারা বানজারা
হলো বানজারা বানজারা এই মন [x২]
কাটে না এভাবে তোরি যে অভাবে
একা থাকা দায়
দু হাত বাড়িয়ে নেব রে জড়িয়ে
ধরা দিতে আয়
কাটে না এভাবে তোরি যে অভাবে
একা থাকা দায়
দু হাত বাড়িয়ে নেব রে জড়িয়ে
ধরা দিতে আয়
এই বুকের আগুনে শুধু তোকে প্রয়োজন
হলো বানজারা বানজারা
হলো বানজারা বানজারা
হলো বানজারা বানজারা এই মন [x২]