সেই বিকেল Lyrics – Imran And Proma
ভুলতে পারো কি তুমি সেই বিকেলের কথা
ভোলা-তো যায় না কোনো কিছুতেই [x২]
ভুলে থাকি কি করে
আছো তুমি হৃদয় জুড়ে
কখনো কি ভোলা যায়…
উদাসী বিকেল ছিল সেদিন..
এ হাতে রেখেছিলে হাত
কী দারুণ কেটে যায় মধুক্ষণ
দুজনে হাটি দু-পায়
ভুলে থাকি কি করে
আছো তুমি হৃদয় জুড়ে
কখনো কি ভোলা যায়…
এখনো এ মন যে ভেবে যায়..
আবার-ও ফিরে পাব তোমায়
এখনো সে বিকেল ডেকে যায়
তবু-ও কেনো-না ফেরা হয়
ভুলে থাকি কি করে
আছো তুমি হৃদয় জুড়ে
কখনো কি ভোলা যায়… [x২]
ভুলতে পারো কি তুমি সেই বিকেলের কথা
ভোলা-তো যায় না কোনো কিছুতেই [x২]
ভুলে থাকি কি করে
আছো তুমি হৃদয় জুড়ে