ঠিকানা লেখা নেই
হয়তো ফিরে পাব অন্য কোনো রাতে
তোমায় আমি আমায় তুমি আগের মতোই ঠিক
খসে তারা যেন বলছে আমার কথা
জমলে চোখে জলের কুচি ঝাপসা চতুর্দিক..
ঠিকানা লেখা নেই
কোনো দেয়ালেই
ঠিকানা লেখা নেই
তবুও দেখা নেই..
তবুও দেখা নেই, দেখা নেই, দেখা নেই..
তোমাকে এই মন খুঁজতে সারাখন
পথে পথে খেয়েছে হোচট
দেখো না এখন সবেতে ব্যারন
হাওয়া-ও হয়েেছে গুমট.. [x২]
কেউ বলে দাও, যাওয়ার সময়
এবারও ফিরে দেখেনি…
ঠিকানা লেখা নেই
কোনো দেয়ালেই
ঠিকানা লেখা নেই
তবুও দেখা নেই..
তবুও দেখা নেই, দেখা নেই, দেখা নেই..
এনেছিল মন হাত ধরে যখন
মনে পড়ে গেল সেই রাত
কত-না প্রলাপ পেয়ে যে তোমায়
ভালোবেসে জড়ালে হঠাৎ.. [x২]
খালি মনে হয়, দুষ্টু সময়
যেন শুধু করে যায় আমায়..
ঠিকানা লেখা নেই
কোনো দেয়ালেই
ঠিকানা লেখা নেই
তবুও দেখা নেই..
তবুও দেখা নেই, দেখা নেই, দেখা নেই..
হয়তো ফিরে পাব অন্য কোনো রাতে
তোমায় আমি আমায় তুমি আগের মতোই ঠিক
খসে তারা যেন বলছে আমার কথা
জমলে চোখে জলের কুচি ঝাপসা চতুর্দিক..
ঠিকানা লেখা নেই
কোনো দেউয়ালেই
ঠিকানা লেখা নেই
তবুও দেখা নেই..
তবুও দেখা নেই, দেখা নেই, দেখা নেই..