Anadho Alo Utube Lyrics – Jamai Baran – Abhijit Bhattacharya

অধো
আলো ছায়া ঘেরা
রাতে
দুটি রাত জাগা পাখি

চোখে দেখেনিয়েছি
নীরবে
নীরব প্রেমের উঁকি [x২]
কথা
নয় আজ শুধু
চুপটি
করে থাকা
চোখে
চোখ রেখে স্বপ্ন আঁকা
অধো
আলো ছায়া ঘেরা
রাতে
দুটি রাত জাগা পাখি
হাসে
জোছনা হাসে মল্লিকা
ঘুম
চোখে রাত হাসে
হয়ে
নিরুপায় মন হারাতে চায়
রূপকথার
দেশে..
মেটে
না মন জনকির জ্বালা
ভালো
লাগে মন নিরালয়..
অধো
আলো ছায়া ঘেরা
রাতে
দুটি রাত জাগা পাখি
আরো
একটু কাছে এসে
ভালোবেসে যাও যদি,
পূর্ণতা
পাবে ভালোবাসা
চল-হাসিতে
এমনি করে
আর
কতটা এগোলে
মিটবে
তৃষা মিটবে এই আশা
চেয়ে
দেখো চোখে
সাতসাগর
প্রেম বুকে
কী
করে প্রেম কে আগলে রাখি
অধো
আলো ছায়া ঘেরা
রাতে
দুটি রাত জাগা পাখি

চোখে দেখেনিয়েছি
নীরবে
নীরব প্রেমের উঁকি
কথা
নয় আজ শুধু
চুপটি
করে থাকা
চোখে
চোখ রেখে স্বপ্ন আঁকা
অধো
আলো ছায়া ঘেরা
রাতে
দুটি হুঁ হুঁ হুঁ…

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *