জিন্দেগি লম্বি নেহি বড় হোনা চাহিয়ে
চাও যদি মনের থেকে সব কিছু পাওয়া যায়
পরে পাওয়া জীবনের থেকে ছেড়ে দেওয়া আনায় [x২]
ষোল-আনার খোঁজে চললাম আমি
চোদ্দ-আনায় কি আর মানায়
চাই যে আরো বেশি, আরো বেশি
আমি সওয়ারি ইচ্ছের দানায়
উড়ে উড়ে যেতে চাই বহু দূরে..
জিন্দেগি, লম্বি নেহি
বড় হোনা চাহিয়ে [x২]
হুঁ.. একটাই জীবন, একটাই গল্প আমাদের সবার
যেতে হবে সবাইকে ছেড়ে একদিন আবার
একা আসা একা যাওয়ার মাঝে
আমাদের চোখে স্বপ্ন আছে
একা আসা একা যাওয়ার মাঝে
আমাদের চোখে স্বপ্ন আছে
স্বপ্ন ফেরারি আমরা সওয়ারি
উড়ে উড়ে যেতে চাই বহু দূরে..
জিন্দেগি, লম্বি নেহি
বড় হোনা চাহিয়ে
জিন্দেগি, লম্বি নেহি
বড় হোনা চাহিয়ে [x২]