লাস্ট কিছু দিন ধরে আমার এ মনে
লাস্ট কিছু দিন ধরে আমার এ মনে
জানি না কি হয়েছে
তার কথা-তোথা গুলু বড় এলোমেলো
সে কোন খেয়ালে রয়েছে
জাগে সন্দেহ মনে আমার
কিছু কি কেউ করেছে
লাগে দন্ড মনে আবার
সে কি প্রেমে পড়েছে
হম.. সে কি প্রেমে পড়েছে
হম.. সে কি কারো প্রেমে পড়েছে
লাস্ট কিছু দিন ধরে আমার এ মনে
জানি না কি হয়েছে
ভেবে ভেবে মরি কি যে করি
কিভাবে সামলাই এ মনটাকে [x২]
রাত জেগে জেগে ভাসি আবেগে
সে কি এর কোনো খবর রাখে
করি বন্ধ মনের দরজা
কিছু কি সে ছেরেছে
জাগে সন্দেহ মনে আমার
সে কি প্রেমে পড়েছে
হম.. সে কি প্রেমে পড়েছে
হম.. সে কি কারো প্রেমে পড়েছে
লাস্ট কিছু দিন ধরে আমার এ মনে
জানি না কি হয়েছে
থেমে থেমে চলি কি যে বলি
চেনা পথ গলি যায় গুলিয়ে
পড়েছি কি জালায় [x২]
বেখেয়ালে ভাসি অকারণে হাসি
কারা যেনো বলে ফিশ ফিশ করে, গেছি গলায়
না না সে যে কীসে মরেছে
কোনো সন্দেহ নেই আমার
সে যে প্রেমেই পড়েছে
হম.. সে যে প্রেমে পড়েছে
হম.. সে যে কার প্রেমে পড়েছে
লাস্ট কিছু দিন ধরে আমার এ মনে
জানি না কি হয়েছে ….