মা – ইমরান
ভোরের শিশির বিন্দু
পাহাড় নদী সিন্ধু
যার আলো ছাড়া কিছুই দেখা হতো না
যে ব্যথা শোয়ে তুমি এনেছো পৃথিবীতে
সেই ঋণ কিছুতেই শোধ হবে না
তোমার তুলনা কি আছে বলো মা
প্রাণের চেয়ে প্রিয় তুমি মাতা ভগবান
হাঁটি হাঁটি পা পা করে বাড়ছি যখন
স্নেহ মায়া দিয়ে তুমি করেছো লালন
মধুর চেয়ে মধুর তোমার মমতা
সে মমতায় বেঁচে থাকার অনুপ্রেরণা
তোমার তুলনা কি আছে বলো মা
প্রাণের চেয়ে প্রিয় তুমি মাতা ভগবান
প্রথম আশ্রয় তুমি শেষ ঠিকানা
তোমার চরণ ছুঁয়ে শত স্বপ্ন বোনা
আপনার চেয়ে আপন তোমার প্রিয় মন
করেই যাবো আজীবন তোমার সাধনা
তোমার তুলনা কি আছে বলো মা
প্রাণের চেয়ে প্রিয় তুমি মাতা ভগবান
ভোরের শিশির বিন্দু
পাহাড় নদী সিন্ধু
যার আলো ছাড়া কিছুই দেখা হতো না….