চলে গেছো অনেক দূরে
ছুঁলে গেছো অনেক দূরে
আজো তোমায় খুঁজে ফিরি [x২]
তোমার চোখে সেই চাওনি
আজো আমার মনে পড়ে [x২]
মনে পড়ে…..
চাওয়া ছিলো যতো হলো না পাওয়া
চোখের জলে মন ভরে যায়
ভাবিনি এভাবে আড়াল হবে
নিজেরি ছায়া থেকে সরে যাবে
এই পৃথিবী… শূন্য লাগে
কেনো তুমি এতো দূরে
ছুঁলে গেছো অনেক দূরে
আজো তোমায় খুঁজে ফিরি
তোমার চোখে সেই চাওনি
আজো আমার মনে পড়ে ও হো হো..