হারিয়ে যাই হারিয়ে যাই – Arijit Singh
কত রাত কত দিন কত রং
সময়ের মধুরে উড়াবো
নিমেষেই আঙুলের মশালে
চল আমাদের পরাবো
দোল গাছ তুলো ফুল এলো মন
ছুঁয়েছে কাঁটা-তার পেরিয়ে
নীল লাল, লালে নীল ঘুরি হয়
চল আমাদের ওড়াবো
সে ছবি আকাশে পাঠাবো
যে দেশে আমরা জড়ো হই
সে ছবি আকাশে পাঠাবো
আমরা উড়ো খই…
হারিয়ে যাই, হারিয়ে যাই
চল হারিয়ে যাই, চল হারিয়ে যাই
হারিয়ে যাই… উ উ হে..
বেরঙীন কিছু দিন কাটিয়ে
হেরে যাই জীবনের মাটিতে
ঠিক নেই ঠিকানার তবুও
আজ আমাদের মেলাবো
চেনা থাক প্রগা মুখ ভুলো মন
দেখা হোক তুলনার বাতিতে
বেঁচে নেই ফানুসের হই-চই
আজ আমাদের ওড়াবো
সে ছবি আকাশে পাঠাবো
যে দেশে আমরা জড়ো হই
সে ছবি আকাশে পাঠাবো
আমরা উড়ো খই…
হারিয়ে যাই, হারিয়ে যাই
চল হারিয়ে যাই, চল হারিয়ে যাই
হারিয়ে যাই… (x২)