হাত ধরে বন্ধু চলো
হাত ধরে বন্ধু চলো
সূর্য দোয়ার দিকে যাই
ভালোবেসে আজ কে জ্বালো
আলো দিয়ে গান লিখে গাই [x২]
হাত ধরে বন্ধু চলো
বন্ধুতা যদি ভাঙে রোজ
কি নিয়ে বাঁচবো বলো তবে [x২]
ভেঙে ফেলা বাধ্য সহজ
অর্ধফলা প্রাণের উৎসবে
হাত ধরে বন্ধু চলো
সূর্য-দোয়ার দিকে যাই
ভালোবেসে আজ কে জ্বালো
আলো দিয়ে গান লিখে গাই