হাজার স্কোয়ার ফিটে স্বপ্নের বাড়ি
হাজার স্কোয়ার ফিটে স্বপ্নের বাড়ি
ভাবনার আঁকি বুকে কথা সারি সারি
এই দেয়ালে তাজমহল..
ও দেয়াল খালি
ওখানে রাখতে পারো সালভাদোর দালি
নীল কার্পেট যেন সমুদ্র ঢেউ
এখানে আসবে বলে ছিল কেউ
নীল কার্পেট যেন সমুদ্র ঢেউ
এখানে আসবে বলে ছিল কেউ
একধারে ছবি ছাড়া বিষণ্ণ ফ্রেম
চিঠি-টা পেয়েছো তুমি পেয়েছো কি প্রেম.. ?
শূন্য-টা দিলে হায়…
একলা আমায়…
ঘুম হারা রাতে শুধু…
দম চাপা ভয়ে…
দরজায় রাখি চোখ…
হাজার বছর…
সে কথায় জানি না…
হলো রাত ভোর…
বেডরুমে গোলাপীর নরম আরাম
লাগোয়া বেলকনি তবে রাখতাম
দুধ-সাদা পর্দায় নিশপাপ বাসনা
চিঠি তে দিলাম এই ঠিকানা [+২]
একধারে ছবি ছাড়া নির্জন ফ্রেম
আসবেতো বলো তুমি আসবেতো প্রেম
একধারে ছবি ছাড়া নির্জন ফ্রেম
আসবেতো বলো তুমি আসবেতো প্রেম
বসে আছি আসবেতো, আসবেতো
আসবেতো প্রেম….
শূন্য-টা দিলে হায়…
একলা আমায়…
ঘুম হারা রাতে শুধু…
দম চাপা ভয়ে…
দরজায় রাখি চোখ…
হাজার বছর…
সে কথায় জানি না…
হলো রাত ভোর…