হঠাৎ বন্ধু কোথায় গেলি বল
হঠাৎ বন্ধু কোথায় গেলি বল ?
এই তো জীবন খেলতে যাবি চল
সন্ধ্যে বেলার কোচিং ক্লাসে
তুই তো ছিলি আমার,
পাশে ভাগ করেছি সবুজ ঘাসে
অবুজ ফুটবল
বন্ধু কোথায় গেলি বল ?
বন্ধু কোথায় গেলি বল ?
বন্ধু কোথায় গেলি,
কোথায় গেলি বল (x2)
ভিড়ছে আবছায়া আলো
ভালো লাগছে কি
এই মুহূর্তে পাশে বসা
ভালো লাগা না-কি
মন কেমনের ট্যাক্সি
কথা-ও ঘুরতে যাচ্ছি
মাঝে মাঝে পড়ছে মনে
আসছে সে স্বপনে
ফিরে আসছে সে স্বপনে
স্বপনে….
সন্ধ্যে হলো সকাল বেলা
কমছে না এ বুকের জ্বালা
ওই যে পাড়ার রাস্তা গুলো
তুই নেই তাই একলা হলো
ভাঙলো কে বন্ধু বেলার
বন্ধু সম্ভল
বন্ধু কোথায় গেলি বল ?
বন্ধু কোথায় গেলি বল ?
বন্ধু কোথায় গেলি,
কোথায় গেলি বল (x2)