হংসমিথুন এক জোড়া অন্তরে ছিলাম পোড়া
হংসমিথুন এক জোড়া
অন্তরে ছিলাম পোড়া
এখন মোদের আগা-গোরা
পিরিতে মরা
এত খুশি রাখবো কোথায়
বাজারে দোতারা [x২]
হংসমিথুন এক জোড়া [x২]
নদীতে ভাইসা আছে চর
বাঁধবো রে রঙিলা ঘর [x২]
সেই ঘরেতে বসত করবো
আদরে জড়াইয়া
বাতাস আইসা মাথার চুল
দিবো রে ছড়াইয়া
আদর আদর কইলজাতা রে
চাদর ঢেকে দিবো তোরে
খিড়কি বেরার ফাঁক দিয়ে
দেখিস আইসা তোরা
এত খুশি রাখবো কোথায়
বাজারে দোতারা
হংসমিথুন এক জোড়া
অন্তরে ছিলাম পোড়া
বন্ধুর মুখের মিষ্টি বাস
করলো আমার সর্বনাশ [x২]
ডানে-বায়ের ভালো মন্দ
দিলো রে ভুলাইয়া
পিরিতের বাঁশিতে আমায়
দিলো রে ঝোলাইয়া
মরার পরে দু-হাত ধরে
করবো বসত এক-কবরে
দুনিয়া-তে দেখি নাই তো
এমন মন-চোরা
এত খুশি রাখবো কোথায়
বাজারে দোতারা
হংসমিথুন এক জোড়া
অন্তরে ছিলাম পোড়া