স্বাধীনতা যুদ্ধের জয়ে জীবন দেবো উপহার
দিচ্ছে ইশারা, কি বিষণ্ণ পাহাড়া
স্বাধীনতার হাতিয়ার যারা,
দিতে রাজি জীবন তারা (x2)
এ দেশ তোমার আমার,
হারাবো না এ অধিকার
স্বাধীনতা যুদ্ধের জয়ে,
জীবন দেবো উপহার (x2)
আহাহা ও হু
বিদ্রোহ জানে, রক্তের দানে,
স্বাধীনতা.. আসবে ক্ষণে
বিদ্রোহ জানে, জীবন দানে,
স্বাধীনতা.. আসবে ক্ষণে…
দিচ্ছে পাহাড়া, সীমান্তে দাড়িয়ে কারা,
স্বাধীনতার বিরুদ্ধে যারা,
সোহিদ আজ হবে তারা (x2)
এ দেশ তোমার আমার,
হারাবো না এ অধিকার
স্বাধীনতা যুদ্ধের জয়ে,
জীবন দেবো উপহার (x2)
আহাহা ও হু
বিদ্রোহ জানে, রক্তের দানে,
স্বাধীনতা.. আসবে ক্ষণে
বিদ্রোহ জানে, জীবন দানে,
স্বাধীনতা.. আসবে ক্ষণে.. (x4)
বিদ্রোহ জানে।