স্বপ্ন ভেজা আলো দিন নীল রঙে
চাই তোমায় আমি মন জোয়ারে
চাই তোমায় সুর ও শুরুতে
শিরায় শিরায় ভাসা গানের মাঝে
কথা আর সুর মেলাতে [x২]
স্বপ্ন ভেজা আলো দিন নীল রঙে
একা বিকেল গুলি ডাক দিয়ে যায়
আসল নকশা সোজা বেঁকে পথে
শক্ত মনের নিশব্দে হারায়
আড়াল করে রাখা এই রঙ চবিতে
হালকা মেশায় তুলির ছোঁয়া তুমি..
কেহদো অভি লব সে সবি
খাওয়াবোন মেইন তুম জো নাহি
হাম নাহি.. [x২]
চাই তোমায় আমি মন জোয়ারে..
ভাসছে সকাল খেলা ঘরেতে
তোমায় দেখে রুজ রাত ভোরেতে
বলছে নিশা চুপি চুপি যে
আজি বসে আমি রাত করে
পেরিয়ে রাত-ভোর, তোমায় খোঁজে মন
ভালোবাসা আমার তুমি
কেহদো অভি লব সে সবি
খাওয়াবোন মেইন তুম জো নাহি
হাম নাহি.. [x২]
নৌকাডুবি মন শ্রাবণে
শান্ত তরী আশার ঝোরে
বসে কিনারায় প্রেম মাঝি
ফিরছে নিয়ে তারে প্রাণ ঘোরে
তাই কোন সুরে, হারানো সুরে
আমার ভাষা শুধু তুমি..
কেহদো অভি লব সে সবি
খাওয়াবোন মেইন তুম জো নাহি
হাম নাহি.. [x২]
চাই তোমায় আমি মন জোয়ারে..