স্বপ্ন দেখি স্বপ্ন দেখাও তাই
স্বপ্ন দেখি স্বপ্ন দেখাও তাই
কলকাতা তো থাকবে কলকাতাই
স্বপ্ন দেখি স্বপ্ন দেখাও তাই
কলকাতা তো থাকবে কলকাতাই
বাসলে আমায় ভালো
এক মেঘলা দিনে আমি গিয়ে ইডেন-এ
(ইডেন গার্ডেনস কলকাতার একটি ক্রিকেট মাঠ)
একলাই বাদাম চেবাই
থাকলে তুমি আমার পাশে কলকাতায়
থাকবে কলকাতাই [x২]
যতই বুড়ো হোক না কেন ট্রাম
আমার শহর আঁকড়ে রাখে বুকে [x২]
যতই মিঠেই হোক না কেন
তোমার কাছে আমি
চিঁচো আমায় নতুন নতুন সুখে
নাই বা তুমি এলে আরো কাছে
নাই বা দিলে নতুন কোনো কথা [x২]
থাকলে তুমি আমার পাশে কলকাতায়
থাকবে কলকাতাই [x২]
মধ্য রাতের শিশির ভেজা চাঁদ
দুখী আলোয় সাজায় ধর্মতলা [x২]
(ধর্মতলা কলকাতার কেন্দ্রস্থলের একটি এলাকা)
তখন তুমি ঘুমের দেশে
স্বপ্ন নীল আলোয়
রাজপুত্রের গলায় দিচ্ছো মালা
আমার না হয় রাজপাট নাই
নাই বা থাকুক হিসেব কোষার খাতা [x২]
তবুও যদি আমায় ভালোবাসো কখনো
কলকাতা থাকবে কলকাতাই [x৩]