স্বপ্ন দেখা একটু দূরে
স্বপ্ন দেখা একটু দূরে
রোদ্দুর পড়েছে মাঝ পুকুরে
ঘরের চালে নক্ষত্রকাঁথার গান
স্বপ্ন দেখা একটু দূরে
রোদ্দুর পড়েছে মাঝ পুকুরে
ঘরের চালে নক্ষত্রকাঁথার গান
গরক বেনা এমনি করে
গাছের পাতায় পালকি চরে
তাল-পুকুরে একটা পাখির স্নান
আজ তোর সাথেই চল কোন দু-পথায়
সাক্ষী থাকুক ঘাসের দুল
তোর কাছেই সব ইচ্ছে চলো চল..
স্বপ্ন দেখা একটু দূরে
রোদ্দুর পড়েছে মাঝ পুকুরে
ঘরের চালে নক্ষত্রকাঁথার গান