স্ত্রী – Zee Bangla Serial Title Song
সিঁথিতে সিঁদুর রঙালে
হয় না তো কেউ স্ত্রী
আলতানোয়া বেনারসীতে
সাজালে হয় কি স্ত্রী
সিঁথিতে সিঁদুর রঙালে
হয় না তো কেউ স্ত্রী
শানাই-এর সুর ঝড় হয়ে যায়
মেঘ চোখে বৃষ্টি ঝরে যায় (x২)
যোড়িদং হৃদয়ং নমো
তাদস্তু হৃদয়ং তব
মন্ত্রে বাঁধা এই জীবন
আলতানোয়া বেনারসীতে
সাজালে হয় কি স্ত্রী
সিঁথিতে সিঁদুর রঙালে
হয় না তো কেউ স্ত্রী
গোধূলির কোণে দেখা আলো
শুভ-লগ্ন মালাবদল হলো (x২)
সাতপাকে বাঁধা সুর, সাক্ষী আগুন
গোলাপের গন্ধে বেহাগের ধুন
জলে ভরে দু-নয়ন
আলতানোয়া বেনারসীতে
সাজালে হয় কি স্ত্রী
সিঁথিতে সিঁদুর রঙালে
হয় না তো কেউ স্ত্রী
হয় না তো কেউ স্ত্রী..