একলা মেয়ের বাঁচার পদ্য
সবুজ পাহাড় মেঘের বাড়ি
ঝড় বলছে উড়িয়ে নেবো..
একলা মেয়ের মনের বাড়ি
সেই মেয়েটি বৃষ্টি আঁকায়
ছবির পাতায় বৃষ্টি নামে
আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে
আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে
বৃষ্টি তখন..
বৃষ্টি তখন বুকের মাঝে,
চম চমা চম বাজছে সুরে