সেই একজন নামে মেয়েটি – Manikanchana

সেই একজন নামে মেয়েটি
তার কেমন-তোড় ইচ্ছে
এই পাগল পাগল ভাবনা
রাত জাগিয়ে দিচ্ছে
সেই একজন নামে মেয়েটি
তাকে কেমন হবে দেখতে
তার কবিতা হওয়ার স্বপ্ন
ভালই-লাগবে লিখতে..

ভালোবেসে সখি চিন্তা
আরো কাছে নিয়ে এলো দিন-টা
তবু তোমায় নিয়ে যাওয়ার উপায় কোই
ভালোবেসে সখি চিন্তা
আরো কাছে নিয়ে এলো দিন-টা
তবু তোমায় খুঁজে পাওয়ার উপায় কোই
ভালোবেসে .. ভালোবেসে ..

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *