সুর ছেড়া সন্ধ্যে-তে নিজেকে খুঁজে পাই
কাছা-কাছি
চাই বসে-বসে তাই আরো মন কেমন
মেঘে ঢাকা গান
দৃষ্টিতে স্নান ভাসছি প্রাণপন [x২]
ঘুরে ফিরে সেই অলি গলিতে জমাট অভিমান
চেপে থাকা যত মনখারাপ
সব ধুয়ে মুছে যাক
সুর ছেড়া সন্ধ্যে-তে নিজেকে খুঁজে পাই
তোর চোখে ডুব দিয়ে আবার আমি হারাই
দূর পথের হাঁটচানি এখন মন্দ লাগে
কোন টানে তোর শহর বড় আপন লাগে
দূর পথের হাঁটচানি এখন মন্দ লাগে
কোন টানে তোর শহর বড় আপন লাগে
নতুন করে ভাববো বলে তোর পথ ছাওয়া
হাতে হাত রেখে আজ নতুন গান গাওয়া
সুর ছেড়া সন্ধ্যে-তে নিজেকে খুঁজে পাই
তোর চোখে ডুব দিয়ে আবার আমি হারাই [x২]