সুখ ও ঠিকানা – Anwesshaa
আমি মধুর-হাসিনী মন মাটানো
মধুর-হাসিনী
মনো চঞ্চল হরিণী শুধু খোঁজে
সুখের ঠিকানা
তবে চোখে মাঝে সখা
স্বপ্ন বুনে দেখা
মরিবো এ হেনো মনের অন্তরে
ঠিকানা, গরিবো মোরা সুখের ঠিকানা
না না রঙে ভরি
সাদা-কালো ছবি
ইচ্ছে তুলি-টি দিয়ে অঙ্কা-বাঁকা পথ আঁকি
মোর অন্তরে রাখা এক পাশে
মনের জীবনের সবকিছু অজানা
ঠিকানা, গরিবো মোরা সুখের ঠিকানা
সুখের ঠিকানা,
গরিবো মোরা সুখের ঠিকানা
একই লুকোচুরি ঝটিল গোধুলী
সিন্দুরে মেঘের ডাকে
তবে কেনো চলে চলে
নিদরে নিবৃতে হাত রেখে হাতে
সুদূরে সে প্রান্তরে ভাসাই যে হৃদয় তরী
ঠিকানা, গরিবো মোরা সুখের ঠিকানা
সুখের ঠিকানা,
গরিবো মোরা সুখের ঠিকানা
তবে চোখে মাঝে সখা
স্বপ্ন বুনে দেখা
মরিবো এ হেনো মনের অন্তরে
ঠিকানা, গরিবো মোরা সুখের ঠিকানা
সুখের ঠিকানা,
গরিবো মোরা সুখের ঠিকানা
তানা তা না না.. তানা না না..