সিদ্ধ পুরুষ যুদ্ধগামী – Prithibi Band
আমার কান্না ওঠে পড়ে
কুকড়ে মরে
বন্ধ করে সজন হারায়
হঠাৎ করে
বলো আর কি চাও?
কাতার ঘায়ে নুনের ছিটে
বন্দুক রেখে এই বসত ভিতে
মক্খম দাওয়াই কালকুটিতে
অস্ত্র তুলে নাও..
একই যন্ত্রণা দিলে আমায়
একই যন্ত্রণা দিলে… (x২)
তোমার কাঁটায় বিদ্ধ আমি
সিদ্ধ পুরুষ যুদ্ধ-গামী
অপপ্রচার চালিয়ে যাওয়ার অবশেষে
হা হা হা..
ওনীর ঘরে উঁকি মেরে
গেছো আবার গলা ছেড়ে
কিসের লড়াই, এই লড়াইয়ে তোমায়..
একই যন্ত্রণা দিলে আমায়
একই যন্ত্রণা দিলে… (x২)