সব অভিমান ভুলে গিয়ে – IMRAN
আর কত থাকবে সরে
আমায় ছেরে এত দূরে
এই হৃদয় আজ দিবা-নিশি
একলা একা শুধু পুড়ে
সব অভিমান ভুলে গিয়ে
কাছে টেনে নাও না করে ক্ষমা
জানো না হায় তুমি ছাড়া
আর বাঁচা যায় না প্রিয়তমা
এক সমুদ্র.. জল-রাশি
চোখের মাঝে জমে রয়
বার বার ফিরে আসি
এই ভালোবাসা তো মিঠেই নয় (x২)
সব অভিমান ভুলে গিয়ে
কাছে টেনে নাও না করে ক্ষমা
জানো না হায় তুমি ছাড়া
আর বাঁচা যায় না প্রিয়তমা
এক আকাশ ভালোবাসা
রেখেছি বুকে দেবো তোমায়
সারাটি-ক্ষণ তুমি থাকো
আমারি ভেতর পার্থনায় (x২)
সব অভিমান ভুলে গিয়ে
কাছে টেনে নাও না করে ক্ষমা
জানো না হায় তুমি ছাড়া
আর বাঁচা যায় না প্রিয়তমা …