সত্য সুন্দর বাংলাদেশ – Shafiq Tuhin
নদীর জল ঘাট, ফসলের মাঠ
অবারিত সবুজের প্রান্তর
সোনার রোদ্দুর, রাখালিয়া সুর
ছুঁয়ে থাকো প্রতিটি অন্তর
তোমায় নিয়ে বেঁচে থাকা
তোমায় নিয়ে বেঁচে থাকার
নতুন স্বপ্ন বোনা…
অনেক দামে পাওয়া তুমি
রক্ত দিয়ে কেনা
তুমি সত্য সুন্দর বাংলাদেশ
মায়ের মতো চেনা
লক্ষ মুক্তি সেনা
কতো যে বীরাঙ্গনা
আত্মত্যাগের বিনিময়ে
পরিচিত স্বাধীনতা
ইতিহাসের পাতায়
লেখা নেই সবুজের কথা
জীবন মরণ তুমি আমার
একটাই ঠিকানা…
অনেক দামে পাওয়া তুমি
রক্ত দিয়ে কেনা
তুমি সত্য সুন্দর বাংলাদেশ
মায়ের মতো চেনা (x2)
নেই আর নেই কোনো ভয়
আজ হোক এই প্রত্যয়
নতুন দিনের সূর্যোদয়ের
স্বপ্নীল সম্ভাবনা
জন্মভূমি তুমি আমার
বেঁচে থাকার প্রেরণা
অনেক দামে পাওয়া তুমি
রক্ত দিয়ে কেনা
তুমি সত্য সুন্দর বাংলাদেশ
মায়ের মতো চেনা (x2)