সত্যি কে মিথ্যে বলে
সত্যি কে মিথ্যে বলে
যাচ্ছি এগিয়ে চলে
দুনিয়াকে বলে বলে
বদলে দেবো, পাল্টে যাবো
ওপেন দ্য ডোরস বেবি
লেট মি শো ইউ সামথিং
ইউ গট টু কল মি মাই নেম ইজ সালিম
এভরিডে দ্যাট আই কিপ অন হান্টিং
লেট মি গো অন, লেট মি গো স্ট্রং
কখনো মাঝে মাঝে চিন্তা হয়
তা অবাক তো নয়
তবু ঘুরি ঘুরি ঘুরি হয়ে
কখনো আগুনে তে হাত দিলে
শুনি পুড়েও যায়
আর আমি উড়ি উড়ি ঘুরি হয়ে
রোজের শর্ত গুলো রাতের গর্তে পুড়ে
রেখে দেখে রেখে দেবো জানবেনা কেউ
আমার সঙ্গে থাকা কাজের অকাজ গোলু
তীরে আসা তরী হয়ে পেরিয়েছে ঢেউ
চেনোনা আমাকে জানোনা
ঢেলে ছি গোলাতে আমি যে কতো বিষ
বেরোবো, আমিও পেরোবো, তোমাকে চেনাবো
আমি যে কি জিনিস..
সত্যি কি মিথ্যে বলে
যাচ্ছি এগিয়ে চলে
দুনিয়াকে বলে বলে
বদলে দেবো, পাল্টে যাবো
ওপেন দ্য ডোরস বেবি
লেট মি শো ইউ সামথিং
ইউ গট টু কল মি মাই নেম ইজ সালিম
এভরিডে দ্যাট আই কিপ অন হান্টিং
লেট মি গো অন, লেট মি গো স্ট্রং