সঙ্গী আমার সঙ্গী
স্মৃতির খাতায় কত লেখা গান
মনে পড়ে ব্যর্থ অভিমান
ব্যস্ত সময় ঠিক বয়ে যায়
কিছু যন্ত্রণা তবু রয়ে যায়
ভাঙা মনের ভেতর
স্বপ্ন কে দি কবর
মৃত্যুরি অন্ধারে
নিশ্বাসের খুঁজি আলোক [x২]
সঙ্গী আমার সঙ্গী
যতই বলিস ভুলে যা ভোলা দায়
সঙ্গী আমার সঙ্গী
আমি একা আজো একা প্রতীক্ষায়
সঙ্গী আমার সঙ্গী
আমি একা আজো একা প্রতীক্ষায়
চেনা সে পথ গুলো
প্রশ্ন করে বারবার
কোথায় গেলো তোর সেই সঙ্গিনী
ফুরিয়েছে কি তোর দরকার
আমি মুখ লুকিয়ে পালাই
কিছু লজ্জা আর অপমানে
ভীষণ একা লাগে আমার
শত লোকের মাঝখানে
হারানো সেই চেনা দিন গুলো
আজ গানের কথা হয়ে রয়ে গেলো
তুই শুনছিস যদি তবে বলি শোন
যা কষ্ট দিলাম আজ বিসর্জন
মনের কোণে রাখবো না আর
মিথ্যে বেথার জোয়ার..
সঙ্গী আমার সঙ্গী
যতই বলিস ভুলে যা ভোলা দায়
সঙ্গী আমার সঙ্গী
আমি একা আজো একা প্রতীক্ষায়
সঙ্গী আমার সঙ্গী
আমি একা আজো একা প্রতীক্ষা