সকালের আলো মেখে চার চাকা পায়ে
সকালের আলো মেখে
চার চাকা পায়ে,
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,
খুঁজে সুর পাবে আবার
সেই হারানো চড়ুইয়ের ডাক,
বলে যে গেছে সে চলে যাক
নিজেকে ভালবাসো, তুমি এবার।
সকালের আলো মেখে
চার চাকা পায়ে,
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়
খুঁজে সুর পাবে আবার,
সেই শিশি বোতল ওয়ালার ডাক
বলে যে গেছে সে চলে যাক
নিজেকে ভালবাসো, তুমি এবার
নিজেকে ভালবাসো, তুমি এবার।
কবরের খবর তো নয়
জ্যান্ত জীবনী,
ট্রাফিকের শেষ প্রলাপ শোনায়,
হেঁটে গেছো বহুবার, কিন্তু দেখনি
কিভাবে রোজ সন্ধ্যে ঘনায়।
সেই হাত ছেড়ে সাইকেলের ডাক
বলে যে গেছে সেই চলে যাক,
নিজেকে ভালবাসো তুমি এবার।
সারাদিন ছুটে মরা, মিনি-বাসটায়
কাঁধে মুখ রেখো আবার,
বেঁচে থাকা দিয়ে মাখা, দই-ফুচকায়
চেখে সুখ দেখো আবার।
সেই হারানো চড়ুইয়ের ডাক
বলে যে গেছে সেই চলে যাক,
নিজেকে ভালবাসো তুমি এবার,
নিজেকে ভালবাসো, তুমি এবার।