সইয়ান সইয়ান মেঘলা হলে দিন
সইয়ান…সইয়ান….
মেঘলা হলে দিন.. একলা পরে মন..
কাটতে না চায় রাত.. করবি কি এখন..
চাইলে চলে যা যদি.. না থাকে উপায়..
শুতে বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়
শুতে বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়
আমাকে কেনো হয়.. আনলে দো-তানায়
বানালি এমন বালির ঘর..
এই মনে কে থাকে.. পড়েছি বিপাকে
করি কি এসে গেলে ভয়..
মনে পড়ে বার বার.. সময়ের কাজ বাজ
রাস্তার ফেরবার.. হারিয়েছি আজ
চাওয়ার শেষ নেই.. জানি তবু পাড়ি কোই
ছড়ে বসি বার বার স্বপ্ন জাহাজ
চাইলে চলে যাওয়া যদি
না থাকে উপায়.. না থাকে উপায়
শুতে বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়
শুতে বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়
আমাকে কেনো হয়.. আনলে দো-তানায়
বানালি এমন বালির ঘর..
এই মনে কে থাকে.. পড়েছি বিপাকে
করি কি এসে গেলে ভয়..
না না রে রে নানা রে…
কাটিয়েছি সাথে তোর.. কিছুদিন বড় জোর
ভুলে গেছি রাত ভোর কখন কি হয়..
চাওয়ার শেষ নেই.. বলে ভালোবাসবই
যেখানেই থাকি যত ফুরুক সময়
চাইলে চলে যা যদি.. না থাকে উপায়..
শুতে বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়
শুতে বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়
আমাকে কেনো হয়.. আনলে দো-তানায়
বানালি এমন বালির ঘর..
এই মনে কে থাকে.. পড়েছি বিপাকে
করি কি এসে গেলে ভয়..[+২]