সইয়ান কাছে আয় পাশে আয় -সনু নিগম
আয় না তোর বন্ধু হই
এই কদিন কম ঘুমাই
আয় মনে তুই দিনে, রাতে
যায় খবর কোন দিকে
হচ্চি দেখ বন্ধিকে
চাই দিতে মন ত তোর, হাতে
ওই অগোচল চোখের চাওয়া
আর এলো-মেলো মনের হাওয়া
সারা দেয়…
সইয়ান.. কাছে আয় পাশে আয়
সইয়ান.. আজ তোর দুনিয়ায়
সইয়ান.. তুই ডেকে নে আমায়.. (x2)
সইয়ান….
একলা সাগর আমি নীল রঙা জল
সেই জলেই ঢেউ হতে তুই সঙ্গে চল
আনমন হয়ে যে জানালায় তাকাশ
চাঁউনি-তে বুঝেছি তুই আমাকে চাস
আজ সোজা-সুজি বলতে গেলে
বাকি বোঝা-বুঝি আয় না ফেলে
সারা দেয়…
সইয়ান.. কাছে আয় পাশে আয়
সইয়ান.. আজ তোর দুনিয়ায়
সইয়ান.. তুই ডেকে নে আমায়.. (x2)
ওওও.. সইয়ান..সইয়ান..