শ্রাবণে ধাকে চোখ – Timir Biswas
শ্রাবণে ধাকে চোখ
বাণ এলো আজ মনের পাড়ায়
অন্ধারে এই জীবন
শুধু কালো তে আজ ঢেকে যায়
আলো কোথায় আমায় বলে দাও
আলো কোথায় আমায় বলে দাও
অন্ধারে মন ঘিরে কেনো আজ
আলো দেখাও… (x২)
জ্বলছে আগুন আজ শুকনো পাতায়
বাণভাসি চোখের তারা
না বলা কথা দের জানা বারণ
স্বপ্ন তাই দিশেহারা
বাঁচবো জীবন আজ কেনো বলো
মাতাল ঝড়ো হাওয়ায়
কান্না ভেজা সাত-কাহনের
ভাঙা স্মৃতির জানালায়
বলে দাও, নিয়ে যাও
আজ যেখানে সূর্য ওঠে…
আলো কোথায় আমায় বলে দাও
আলো কোথায় আমায় বলে দাও
অন্ধারে মন ঘিরে কেনো আজ
আলো দেখাও… (x২)
অন্ধারে মন ঘিরে কেনো আজ
আলো দেখাও… (x২)