শোন একটা কথা বলি তোর মনের অলিগলি – Eleyas Hossain

শোন একটা কথা বলি
তোর মনের অলি-গলি
নেই আর অচেনা (x২)
যতই আমায় বুঝতে না দিস
তুই যে আমায় ভালোবাসিস (x২)
নেই যে অজানা…

শোন একটা কথা বলি
তোর মনের অলি-গলি
নেই আর অচেনা (x২)

হো.. আজকে তবে নতুন কথা
আদান-প্রদান হোক
হাতের উপর হাত-টি রেখে
চোখে রেখে চোখ.. (x২)

শোন একটা কথা বলি
তোর মনের অলি-গলি
নেই আর অচেনা (x২)

হো.. এতদিন যে স্বপ্ন নিজের
মাঝে করেছি লালন
হচ্ছে মনে সেই স্বপ্ন
হয়েছে আমার পূরণ (x২)

শোন একটা কথা বলি
তোর মনের অলি গলি
নেই আর অচেনা (x২)

যতই আমায় বুঝতে না দিস
তুই যে আমায় ভালোবাসিস (x২)
নেই যে অজানা…

শোন একটা কথা বলি
তোর মনের অলি গলি
নেই আর অচেনা (x২)

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *