শেষ সূচনা । ইমরান

আমি আছি শেষের পথে
তুমি সূচনায়..
স্মৃতি এসে এক করে দেয়
তোমায় আমায়.. [x২]
মেঘ পরা রোদ আর
রোদে ভেজা মেঘ
ছুঁয়ে ছুঁয়ে যায় আজো
আমার আবেগ.. [x২]

আমি আছি শেষের পথে
তুমি সূচনায়..
স্মৃতি এসে এক করে দেয়
তোমায় আমায়.. [x২]

হুম.. নীল কুয়াশা অন্ধকার চারপাশে
তুমি নেই বলে কাছে ভাসাহীন
ভালোবাসা কুয়াশায় ঢেকে আছে [x২]

মেঘ পরা রোদ আর
রোদে ভেজা মেঘ
ছুঁয়ে ছুঁয়ে যায় আজো
আমার আবেগ.. [x২]

আমি আছি শেষের পথে
তুমি সূচনায়..
স্মৃতি এসে এক করে দেয়
তোমায় আমায়.. [x২]

হুম.. বিভোর আজো আমি
তোমারি ভাবনাতে
খুঁজে যাই ছায়া মুখ
নিভে যাওয়া যোজনাতে [x২]

মেঘ পরা রোদ আর
রোদে ভেজা মেঘ
ছুঁয়ে ছুঁয়ে যায় আজো
আমার আবেগ.. [x২]

আমি আছি শেষের পথে
তুমি সূচনায়..
স্মৃতি এসে এক করে দেয়
তোমায় আমায়.. [x২]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *