শিহরণ – Kamal Das
মাঝরাতে জাগে শহর
আমার এই বুকে..
ভেবে মন একা সারাখণ
ঘুম-হীন দু-চোখে (x২)
জানি ভালোবাসা অসহায়
সে-দিনের মতোই
আজো দাঁড়িয়ে আমি
তোমার আশায় (x২)
মাঝরাতে জাগে শহর
আমার এই বুকে..
বয়েছে হাওয়া উদাসীন
এই মনের অন্তরে
আর পড়ছে মনে তোমায়
কেন বার বার?
জীর্ণ-শীর্ণ শরীর
চায় তোমার আবরণ
কাছে এশে তুমি
ভালোবাসো অকারণ (x২)
জানি ভালোবাসা অসহায়
সে-দিনের মতোই
আজো দাঁড়িয়ে আমি
তোমার আশায় (x২)
মাঝরাতে জাগে শহর
আমার এই বুকে..