শিদ্ধ ভাতে আছি ভাই রক্তপাতে আমি নেই
আমার জামায় পটা হুক
তোমার প্রশ্নে ভরা মুখ
আমার সারথোপরের হাত
তোমার কষ্ট পাওয়ার ধাত
আমার ব্যবসা-দারের মন
ভালো লাগবে কতক্ষণ
লোড শেডিং এর সুপারস্টার
মোমবাতির এই অহংকার
সম্ভবত আমার ভুল
তাই ওই রুট হাঁটছি না
মিঠেয় কথা বেমালুম
তাই আর ঘটাচ্ছি না
সাধ্যম ভাতে
আছি ভাই
রক্তপাতে আমি নেই
আমি গল্প হলেও সত্যি
আমার গলা ভেঙে লা লালা লা লা লা
আমার সব থাকুইরি ভক্তি
আমার গুপ্ত কথা না নানা বলবো না
না নানা বলবো না কিছু
জন্মদিনে অঙ্ক খাম
এখন ফেরত চাইছো দাম
কাটা মুন্ডু ঝুলছে রুজ
মশা মাছির নৈশ-ভোজ
ঘুমটা টেনে মারছো চোখ
লুক সমাজে গিলছো ঢোক
তোমার ছাতা তোমার ব্যাগ
আমার ফালতু দিচ্ছো রায়গ
সম্ভবত আমার ভুল
তাই ওই রুট হাঁটছি না
মিঠেয় কথা বেমালুম
তাই আর ঘটাচ্ছি না
শিদ্ধ ভাতে
আছি ভাই
রক্তপাতে আমি নেই
আমি গল্প হলেও সত্যি
আমার গলা ভেঙে লা লালা লা লা লা
আমার সব থাকুইরি ভক্তি
আমার গুপ্ত কথা না নানা বলবো না
না নানা বলবো না কিছু