শরীর জুড়ে জ্যোছনায় মাখা মাখি
শরীর জুড়ে জ্যোছনায় মাখা মাখি
আকাশে তাকিয়ে দেখি
চাঁদ তুই কত দূরে
শরীর জুড়ে জ্যোছনায় মাখা-মাখি
তাকিয়ে দেখি
আমার সে চাঁদ রয়েছে সুখে দূরে
আদরে মেঘের চাদরে
খাতা জুড়ে তোর কবিতা
তোকে নিয়ে গল্প লেখা
সব রঙ তোকে ছুঁতে চায়
ছুঁয়েছিস যে ভাবে আমায়
ও চাঁদ তুই তবু অনেক দূরে
তোকে ধরে..
দু হাতে মুঠোয় করে
তোকে ধরে..
দু হাতে মুঠোয় করে
হাত ধরলেই তুই উড়াও
শরীর জুড়ে জ্যোছনায় মাখা মাখি
তবু চাঁদ তুই কত দূরে