শত ডানার প্রজাপতি
নতুন ভোর উঠলো সুরে
দিলো তোর ঘুম কে তুলে
তখন আমি আলো হয়ে
ছুঁই তোর কপালে
উহু চোখ খুলে আমায় দেখে
আলসেমিতে খুব তুমি অভিমানে
কুয়াশা মেখে তোর ঠোঁটে
লুকোচুরি খেলে গানে
ছেরে দিয়ে লতাই-শুঁতো
উড়াই ইচ্ছে ঘুরি
একে দেই নীল আকাশে
শত ডানার প্রজাপতি (x২)
প্রজাপতি শত দানার..
প্রজাপতি শত দানার.. প্রজাপতি…
হো.. একটা দুপুর রঙিন সাজে
ডানা মেলে ঐ বাতাসে
হারাবো আজ মেঘের ভাজে
দেখবো তোকে নতুন সাজে (x২)
উহু চোখ খুলে আমায় দেখে
আলসেমিতে খুব তুমি অভিমানে
কুয়াশা মেখে তোর ঠোঁটে
লুকোচুরি খেলে গানে
ছেরে দিয়ে লতাই-শুঁতো
উড়াই ইচ্ছে ঘুরি
একে দেই নীল আকাশে
শত দানার প্রজাপতি (x২)
শত ডানার প্রজাপতি..
শত ডানার..
শত ডানার প্রজাপতি
শত ডানার প্রজাপতি..