লেলে বাবু সাথ আনা

ওপেন টি বায়োস্কোপ…
তাই তুই টিওস্কোপ
ওপেন টি বায়োস্কোপ…
তাই তুই টিওস্কোপ
আ লেলে বাবু চা-আনা
লেলে বাবু সাথ-আনা
লেলে বাবু আথ-আনা তিছায়[x২]

আয়না কাঁচে জমছে ধুলো
অল্প গুল আয়না কাছে
একটা দুটো পায়রা ছড়াই
রঙিন নাচে

কলার খোশায়, হাত ছেয়া চাই
ডেরি রা সব আমার পাশে
স্পেশাল মেনু ফুচকা লেবো
মিডল ঘোষায়

আ লেলে বাবু চা-আনা
লেলে বাবু সাথ-আনা
লেলে বাবু আথ-আনা তিছায়[x২]

কৌতু ফিল্ম-এ রাজকুমারী
খেলতে রাজি আমার টিম-এ
বন্ধুরা সব তা দিয়েছিস
ঘরের ঘিলে
অ্যান্টেনা তে লটকে ঘুরি
লট,পট-তাছে নেরার ছাঁদে
এটুকু যা আমার-ও ত রয়েছে হাতে..

আ লেলে বাবু চা-আনা
লেলে বাবু সাথ-আনা
লেলে বাবু আথ-আনা তিছায় [x৩]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *