লুকিয়ে রাখা গল্প গুলো
লুকিয়ে রাখা গল্প গুলো
সত্যি যদি হয়
আঙুল ছেড়ে নিখোঁজ হল
হারিয়ে যাওয়ার ভয়
মৃত্যু মেশে শান্তিতে
আর পথের বয়স ক্লান্তিতে জিরয়
তারপর কি হল জানতে চাই
সাগর সেঁচে মুক্ত চাই লুকয়
যতনে সে নাম মুছে দেবে ঢেউ
কি বা পরিণাম জানবে না কেউ
বুকের ভেতর রোদ ছুঁয়ে যায়
দেখা হলে হোক শেষ কবিতায়
জানি অভিমানে চুল সে শুকায় অপেক্ষায়
ফিরে আসার টানে শুধু শরীর অন্তরে
না বলা সে গল্প গুলো টুকরো যদি হয়
হারিয়ে যাবে ধুলোর দেহ স্মৃতির অপচয়
সন্ধ্যা নামার খবরে
কেউ ফুল রাখে রোজ কবরে
কি আশায় ?
গন্ধ জমা উঠিতে
সব ঋতুর বদল গতিতে কি নেশায়
যতনে সে নাম মুছে দেবে ঢেউ
কি বা পরিণাম জানবে না কেউ
বুকের ভেতর রোদ ছুঁয়ে যায়
দেখা হলে হোক শেষ কবিতায়”