লাল শাড়ি পরিয়া কন্যা লিরিক্স

লাল শাড়ি পরিয়া কন্যা
রক্ত আলতা পায়
আমার চোখের জল মিশাইলা
দিলা না বিদায়

তুমি ফিরাও চাইলা না একবার
চইলা গেলা হায়
জানি আজ রাতে হইবা পরের
আর ভাইবো না আমায়

আআআআহহহহ… আআআআহহহহ

চাঁদের মতো মুখটি যখন ভাসতো নয়ন জলে
আদর কইরা মুইছা দিতাম গালে
ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এ বুকে
ভুলবো আমি এই কথা ক্যামনে?

তবে ভালো কেন বাসিলা?
স্বপ্ন কেন দেখাইলা?
ভালো কেন বাসিলা আমারে?

আআআআহহহহ… আআআআহহহহ

চার বেহারার পালকী কইরা যখন গেলা সামনে দিয়া
শেষ দেখাও দিলা না আমারে
ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগত ছাড়ি
পাইবা শুধু আমায় স্বপনে

তুমি কাঁদিয়া ডাকিবা, কভু না পাইবা
কান্দিয়া ডাকিবা আমারে
তুমি কাঁদিয়া ডাকিবা, কভু না পাইবা
কান্দিয়া ডাকিবা আমারে

লাল শাড়ি পরিয়া কন্যা
রক্ত আলতা পায়
আমার চোখের জল মিশাইলা
দিলা না বিদায়

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *