লাভ মানে কিস – Indraadip Dasgupta
এই তোমাকে বলতে বাধা নেই
যদি তুমি শোনো
এসে এভাবে মিলবো দুজনে
ভাবিনি কখনো
হারাইনি হারিয়েছি
সে কথাই বোঝা হল ভার
উড়ে এসে জুড়ে বসো
আমার কাছেই বার-বার
এল – ও – ভি আর ই
হেই এল – ও – ভি আর ই মানে কিস
যদি বলো রাজি তোমাকে নিয়ে আজি
ঘুরে আসি তেরো নদী পার
প্রেম নয় এতো সোজা
প্রথমে যায় না বোঝা
আসলেই তো কঠিন পাহাড়
হারাইনি হারিয়েছি
সে কথাই বোঝা হল ভার
উড়ে এসে জুড়ে বসো
আমার কাছেই বার-বার
এল – ও – ভি আর ই
হেই এল – ও – ভি আর ই মানে কিস
এই তোমাকে বলতে বাধা নেই
যদি তুমি শোনো
এসে এভাবে মিলবো দুজনে
ভাবিনি কখনো.. হেই..