লাখো স্বপন – Imran & Nadia
তোমায় পাবার পর থেকে
মন বলে অবিরত
তোমার দেখা আরো আগে
পেলে অনেক ভালো হতো
এই জীবনে কিছু নেই আর প্রয়োজন
চলো করি এখন বেঁচে থাকার আয়োজন
সারাটি জীবন মিলে এই দুজন
বুনে যাব লক্ষ স্বপন (x২)
হয়েছে দু-জনের অপেক্ষার অবসান
গাইছি তাই এই মন আজ
ভালোবাসার যোগ্য গান (x২)
এই জীবনে কিছু নেই আর প্রয়োজন
চলো করি এখন বেঁচে থাকার আয়োজন
সারাটি জীবন মিলে এই দুজন
বুনে যাব লাখো স্বপন (x২)
প্রেম যেন বেঁচে থাকার
প্রথম ও শেষ মানে
তুমি-হীন সুখ নেই তাই
পৃথিবীর কোনো খানে (x২)
এই জীবনে কিছু নেই আর প্রয়োজন
চলো করি এখন বেঁচে থাকার আয়োজন
সারাটি জীবন মিলে এই দুজন
বুনে যাব লক্ষ স্বপন (x২)