লটারি – LOTTERY LYRICS – SHUNNO Band

লটারি গানের সম্পূর্ণ বাংলা লিরিক্স | এমিলের কণ্ঠ | মাইকেল গোমেজের গীত | বানানা পিকচার্সের প্রযোজনা | Lottery Song Bangla Lyrics | New Bangla Song 2023

গানের বিবরণ

🎵 গানের নাম: লটারি (Lottery)
🎤 কণ্ঠ: এমিল
🎸 গিটার: ইশমাম
🎸 বেস: মাইকেল
🥁 ড্রামস: লাবিব
✍️ গীতিকার: মাইকেল গোমেজ
🎬 পরিচালক: তানভীর চৌধুরী
📽️ ডিওপি: খাইরুল শিপলু
🖊️ সহকারী পরিচালক: তানভীর আরিফ
💰 প্রযোজক: মুশফিকুর রহমান
🏠 প্রযোজনা প্রতিষ্ঠান: বানানা পিকচার্স

লটারি – বাংলা গানের সম্পূর্ণ লিরিক্স

সুখবর, সুখবর, সুখবর
কিনলে জিতবে আলী বাবার দর
সব হবে যদি লাগে জয় লটারি
যদি লাগে জয় লটারি
যদি লাগে জয়…

এখন আমার আর লাগে কি
আছে আমার কাছে গোল্ডেন কী
খাটা-খাটনির জরুরি কি
আছে আমার কাছে লটারি…
যদি লাগে জয় লটারি
যদি লাগে জয়…

লেখাপড়া করে যে
গাড়ি ঘোড়া চড়ে সে
বলে গেছে গানী-গুণী জনে রা
আমার তাতে কি এতো ভেবে হবে কি
যে যাই বলুক আজ আমার নো চিন্তা…

যদি লাগে জয়,
যদি লাগে জয় আমার এই লটারি
যদি লাগে জয়,
যদি লাগে জয়, লটারি..
যদি লাগে জয় লটারি
যদি লাগে জয়…

পৃথিবী যে কেনো করে ছোটাছুটি
ইজি কাজে আজ দেখি সব বিজি
আমি নাকে তিল দিয়ে ঘুমাচ্ছি
কারণ আমার আছে এক লটারি
যদি লাগে জয় লটারি..
যদি লাগে যায়..

যদি লাগে যায়,
যদি লাগে জয় আমার এই লটারি
যদি লাগে যায়,
যদি লাগে যায়.. লটারি
যদি লাগে যায় লটারি
যদি লাগে যায় লটারি..
যদি লাগে যায়...

❓ Frequently Asked Questions

Q: লটারি গানটি কবে প্রকাশিত হয়েছে?
A: গানটি 2023 সালে প্রকাশিত হয়েছে।

Q: গানটি কোথায় শুনতে পাওয়া যাবে?
A: গানটি YouTube, Spotify সহ সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

Q: গানটির গিটারিস্ট কে?
A: গানটির গিটার বাজিয়েছেন ইশমাম।

Q: প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম কি?
A: গানটি প্রযোজনা করেছে বানানা পিকচার্স।

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *