লক্ষ্মী সোনা রাগ করে না একটু হাসো প্লিজ – Milon & Sharalipi
লক্ষ্মী সোনা রাগ করে না
একটু হাসো প্লিজ
ভাল লাগেনা আর হবে না
করছি যে প্রমিস (x৩)
একটু পরে ভাঙবে প্রমিস
এটাই তোমার স্বভাব
তোমার মনে আমার জন্য
ভালোবাসার অভাব (x২)
লক্ষ্মী সোনা রাগ করে না
একটু হাসো প্লিজ
ভাল লাগেনা আর হবে না
করছি যে প্রমিস
সারাটা দিন ছুটি-ছুটি
কার জন্য বলো?
তাই তো তোমায় সম্মতি দিতে
একটু দেরি হলো (x২)
ধুর ছাই
প্রতি দিন তোমার মুখে
একই খোড়া যুক্তি
জানি না এর থেকে আমার
মিলবে কবে মুক্তি (x২)
লক্ষ্মী সোনা রাগ করে না
একটু হাসো প্লিজ
ভাল লাগেনা আর হবে না
করছি যে প্রমিস (x২)
ঠাণ্ডা মাথায় একটু তুমি
বোঝার চেষ্টা করো
কাছে এশে একটু হেসে
আমারে হাত-টি ধরো (x২)
প্রতি দিন শুধু আমার
বুঝতে কেনো হবে
তুমি যে দিন বুঝবে সে দিন
মুখে হাসি রবে (x২)
তাই..
লক্ষ্মী সোনা রাগ করে না
একটু হাসো প্লিজ
ভাল লাগেনা আর হবে না
করছি যে প্রমিস