রেডিও জেকি – Rupam Islam
জেগে সারা-রাত
কখন হয়েছে প্রভাত
আমি বুঝিনি বলে
আর খুলিনি রেডিও
প্রত্যয় শরণীয়
আমার সুবেচ্ছা নিও
তোমার সবলীলতায়
ব্রেকফাস্ট শো জমিয়ো
জানি যন্ত্রের ঘেরাটোপে এখন
যন্ত্র তোমার মন
কোন মন্ত্র বলে যন্ত্রণা-হীন
ফুর-ফুরে জীবন
আর তাই অলসি উৎসাহ ধরছো
আম-জনতার ফোন
তোমার ফালতু বুকনি চাঁদ চেয়ে সববার
মন কেমন কেমন
হায় রে ভার্চুয়াল সখি
সাধের রেডিও জকি
ঠোকিও না
নিজেকে নিশি-উজ্জাপনে
হাই সোসাইটির সম্মোহনে
বিকিও না
ভিভিআইপি পাবি খুচরো প্রেমে
আসল সোনা গাছ দিও না
ও.. ক্রস-রোডে ঘনায় সন্ধ্যে
ক্রস-রোডে ঘনায় সন্ধ্যে
টু বি অর নট টু বি এর দ্বন্দ্বে
চেনা ফ্রিকোয়েন্সির ধন্দে
একা পথ হারিও না